হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ নেতার ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম সওদাগরের ৮০ শতক জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকার গুমাই বিলসংলগ্ন সড়কের পাশে স্তূপাকারে ধানের তোড়াগুলো রাখা ছিল। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আবদুস সালাম। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগে জানা যায়, আবদুস সালাম গুমাই বিলে তাঁর নিজের জমিতে চাষ করা প্রায় ৮০ শতক জমির ধান কেটে মাড়াইয়ের জন্য হাবিবের গোট্টা এলাকায় সড়কের পাশে রেখেছিলেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সেই আগুন আজ বুধবার সকাল পর্যন্ত জ্বলছিল। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ধান পুড়ে গেছে। 

আবদুস সালাম সওদাগর আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের সঙ্গে পারিবারিক জায়গায় একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ধানের ক্ষতিপূরণ দাবি করছি।' 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন