নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন বাসে ওঠেন। পরে তাঁরা আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন। তবে তাঁদের এখনো চিহ্নিত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, সকালে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।