Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ

প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাইমুনা মাহি (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ৪ মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। গত শনিবার বিকেলে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোরের বাজার এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী ইকবাল হোসেন রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাঁর দাবি, মাইমুনার মা ও বোন তাঁকে জ্বালাতন করতেন। তাঁরাই আত্মহত্যায় প্ররোচিত করেছেন। অপরদিকে মাইমুনার বড় বোন রাজিয়া সুলতানার অভিযোগ, শাশুড়ি ওই নববধূকে বকাঝকা করতেন। তাঁরাই হত্যার পর মাইমুনার লাশ ঝুলিয়ে রেখেছেন।

মাইমুনা মাহি খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঘটনার পর মাইমুনার ব্যবহৃত একটি ডায়েরি উদ্ধার করেছে মিরসরাই থানা-পুলিশ। এতে লেখা ছিল, ‘আমাকে চলে যেতে বলেছো, আমি চলে যাচ্ছি, তোমরা সুখে থাকো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

জানা গেছে, গত ৪ মাস আগে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়। বিয়ের পর পড়াশোনা নিয়ে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এ জন্য স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদা হয়ে যান। শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুজনই একসঙ্গে দুপুরের খাবার খান। বিকেলে স্বামী রিপন আসরের নামাজ পড়ে এসে দরজা খোলা দেখেন।

তিনি ভেতরে গিয়ে দেখেন গলায় ফাঁস মাইমুনার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

নিহত মাইমুনার বড় বোন রাজিয়া সুলতানার অভিযোগ, ‘শাশুড়ি প্রায় সময় আমার বোনকে সংসারের এটা–সেটা নিয়ে বকাঝকা করতেন। শনিবারও মাইমুনাকে বকাঝকা করেছেন। সে আত্মহত্যা করেনি। তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘মাইমুনাকে স্বামী রিপন তাঁর কলেজের সহপাঠীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেও বারণ করতেন। এ নিয়েও স্বামী–স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। আমরা মামলা করব। মামলার সঠিক তদন্ত এবং উপযুক্ত শাস্তি চাই।’

মাইমনার স্বামী ইকবাল হোসেন রিপন জানান, গত রমজানের এক দিন আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে স্ত্রী মাইমুনাকে তাঁর বোন এবং মা জ্বালাতন করতেন। তাঁর দাবি, ‘আত্মহত্যার জন্য তাঁকে প্ররোচিত করা হয়েছে। কোরবানির ঈদের এক সপ্তাহ আগেও বাপের বাড়ি থেকে ঝগড়া করে চলে আসে মাইমুনা।’ তবে সহপাঠীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে মাইমুনাকে বারণ করার কথা তিনি স্বীকার করেন।

সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন দুলাল বলেন, ‘আসরের নামাজের পর মেয়ের ভাশুর মোবাইল ফোনে এ খবর জানান। আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। খবর পেয়ে মিরসরাই থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে আত্মহত্যা করেছেন—তা এখনো জানা যায়নি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, মাইমুনার স্বামী ইকবাল হোসেন রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। 

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ

ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা: চসিক মেয়র

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক