হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলায় মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. মুরাদ মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ হত্যা মামলার প্রধান আসামি। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য একটি হত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। 

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর এলাকায় তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ২০২০ সালে ১২ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর উপকূলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিন দিন পর ১৪ ডিসেম্বর তাঁর মরদেহ সৈয়দপুর বশরতনগর সাগর উপকূল থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইউপি সদস্যকে প্রধান আসামি করে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী রুবি আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ