চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমির টপসয়েল (ওপরের মাটি) কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার উপজেলার বরুমছড়া নলদিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ সময় উপজেলার উত্তর বরুমছড়া এলাকার শাহ মিয়ার ছেলে আব্দুর রহিমকে মাটি কাটার দায়ে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।’ ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।