Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। 

পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ইন্টার্নদের কর্মবিরতি, চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

ই–মেইলে প্রশ্ন ফাঁসের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে, পরীক্ষা স্থগিত

বালুর টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ২০

আনোয়ারায় ছোট ভাইকে হত্যার অভিযোগে নারীসহ গ্রেপ্তার তিন

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ