হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে বাড়ির সামনে থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়ির সামনে থেকে আব্দুল খালেক খাজা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ।  আজ রোববার সকালে চরজব্বর ইউনিয়নের চররশিদ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল খালেক ওরফে খাজা মিয়া সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।  তিনি বাড়িতে থেকে কৃষিকাজের দেখাশোনা করতেন। 

নিহতের স্ত্রী কমলা বেগম কাঞ্চন বলেন, ‘আমার স্বামী সন্ধ্যার সময় স্থানীয় কাঞ্চন বাজারে গিয়েছিলেন। আর ফেরেননি। খবর নিয়ে জানলাম তিনি রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। বাড়ি না ফেরায় আমরা খুব চিন্তিত ছিলাম। কাঞ্চন বাজারের পাশে মেয়েজামাইয়ের বাড়ি, ভেবেছিলাম হয়তো শরীর খারাপ হওয়ায় সেই বাড়িতে যেতে পারে। পরে ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে গিয়ে দেখি স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে।’ 

নিহতের ছেলে গ্রাম পুলিশ খলিলুর রহমান বলেন, ‘আমার বাবাকে কে বা কারা বাড়ির সামনে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন কারও বাবা হারাতে না হয়, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’

চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ‘বৃদ্ধ খাজা মিয়া একসময় স্থানীয় বাজারে চায়ের দোকানদার ছিলেন। স্ত্রী কমলা বেগম কাঞ্চনসহ নিজ বাড়িতে বসবাস করেন। বড় ছেলে গ্রাম পুলিশ। সে পরিবার নিয়ে ইউনিয়ন পরিষদের পাশেই থাকে। অন্য ছেলেরাও পরিবার নিয়ে বাইরে থাকে। গতকাল শনিবার রাত ৯টার দিকে তিনি স্থানীয় কাঞ্চন বাজার থেকে প্রতিবেশী আরেক লোকের সঙ্গে বাড়ির দিকে এলেও ঘরে ফেরেননি। রোববার ভোরে তাঁর স্ত্রী ফজরের নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে স্বামী খাজা মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন  ছুটে এসে থানা-পুলিশে খবর দেয়।’ 

চরজব্বর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই পুলিশের একাধিক দল নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন