হোম > সারা দেশ > নোয়াখালী

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

যুবলীগ কর্মী ইউসুফ দফাদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল পৌর শহরের বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে জয় বাংলা স্লোগান লেখা পোস্টার সাঁটিয়ে আসছিলেন ইউসুফ। সেই সঙ্গে এগুলো বেশ কয়েকবার ফেসবুকে লাইভ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার মোড়ে ইউসুফ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হানিফ গাজী প্রতিবাদ করেন। পরে বাজারের লোকজন হানিফকে সরিয়ে নেন। এরপর ইউসুফ ফেসবুক লাইভে পুনরায় স্লোগান দেন এবং যুবদল কর্মী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে ইউসুফকে আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে সন্ত্রাসী যুবলীগ কর্মী ইউসুফকে খুঁজছিলাম। আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ