হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে উপজেলার লাল মিয়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ৩টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে এলাকার ২০ টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ছোট–বড় গাছের ডালপালা ভেঙে বসতবাড়ির টিনের চালের ওপরে পড়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, ‘সকাল থেকেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। বেলা ৩টার সময় হঠাৎ মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। এতে দোকানপাটসহ ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’ 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ১২টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও নগদ টাকা দেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন