হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জাহাজে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজের ট্যাংকারে থিকনেস পরীক্ষা করতে নেমে অচেতন হওয়ার পর দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ও এর আগের দিন সন্ধ্যায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁরা মারা যান। 

নিহত ব্যক্তিরা হলেন, যিশু রাজ (২৯) ও আখিল সরকার (২৯)। উভয়ের বাড়ি ভারতের কেরালা রাজ্যে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তাঁরা অচেতন হয়ে পড়েছিলেন। গতকাল শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় একটি মাদার ভ্যাসেলে খালি তেলের ট্যাংকের থিকনেস পরীক্ষার জন্য সিঁড়ি বেয়ে নামেন ওই দুই ভারতীয় নাগরিক। কিছুক্ষণ পর তাঁদের দুজনকেই সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের সহায়তায় উদ্ধার করে সন্ধ্যা ৭টায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শনিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ দুটি বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আরও বলেন, ১৫ জুন এমটি নর্ড ম্যাজিক নামে মাদারভেসেল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে। জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২১ জন ভারতীয় নাগরিক, একজন ডেনিস, দুজন ফিলিপাইন ও একজন লুথিয়ানার নাগরিক।

জাহাজটির লোকাল শিপিং এজেন্ট হিসেবে ছিল মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং প্রোটেকশন অ্যান্ড ইনডেমিনিটি হিসেবে ছিল ইন্টারপোর্ট এজেন্সিজ লিমিটেড।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার