ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে মো. আবদুল মোতালেব (৩৮) নামের এক লাকড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কাছিয়া বাড়ির বাসিন্দা।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাইনউদ্দিন পাটওয়ারী বলেন, ‘আবদুল মোতালেব বিভিন্ন গাছগাছালি থেকে ডাল কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো আজও দুপুরে তিনি গাজীপুর বাজারের পূর্ব পাশের সড়কের ওপর রেইনট্রি কড়ই গাছের ডাল কাটতে ওঠেন। এ সময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বলেন, ‘গাছ থেকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তাঁর মরদেহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’