দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং ইউপির বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে মেরুং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৪৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলায় শান্তি-সম্প্রতি ধরে রাখার লক্ষ্যে মেরুং উত্তর আওয়ামী লীগের দলীয় অফিসে গতকাল সভা হয়। সভা শেষে ফেরার পথে মধ্যরাতে বিএনপির নেতা-কর্মীরা হামলা করে একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় ককটেল ও পেট্রলবোমাও বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের আটজন নেতা-কর্মী আহত হন।
তাঁরা হলেন বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জসিম (৩২), সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (২৬) ও সদস্যসচিব সাইদুল ইসলাম (৪২। বাকিদের নাম জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির ফরাজি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল রোববার ও পরদিন সোমবার বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসায় ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের আটজন নেতা-কর্মীকে আহত করে।’
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা বলেন, ‘গত ২৮ অক্টোবরের পর থেকে দীঘিনালা উপজেলা বিএনপি জাতীয় সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। এ কারণে কোনো ইস্যু তৈরি করতে না পেরে গতকাল রাতে পরিকল্পিতভাবে নিজেরা মোটরসাইকেল পোড়ানোর মতো ঘটনা ঘটিয়ে মামলা দেওয়ার ইস্যু তৈরি করেছে। আমরা উপজেলা বিএনপি এমন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, মামলা রুজুর হওয়ার পর অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।