হোম > সারা দেশ > কক্সবাজার

২৫ মাস পর দুই ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা রেদুয়ান বেগম 

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে কারাভোগের পর দেশে ফিরেছেন বিশ বছরের তরুণ সাইফুল ইসলাম ও তাঁর ভাই মোহাম্মদ ইছহাক (২২)। সন্তানদের ফেরার খবরে আগে থেকেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে অপেক্ষারত মা। দীর্ঘ ২৫ মাস পর কোলে ফিরবে সন্তান। চোখে-মুখে উচ্ছ্বাসের ছাপ। তাঁদের দেখতেই জাপটে ধরে আদর করে মা রেদুয়ান বেগম বলেন, ‘আল্লাহ আমার বুকের ধনগুলো ফিরিয়ে দিয়েছে। এবার আমি মরলেও শান্তি পাব।’ 

 ২০২২ সালের ১৫ মার্চ কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৮ জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিজিপির পতাকা বৈঠকের পর একই বছরের ১ জুন চার কিশোরকে ফেরত দেয় তারা। তবে বাকি ১৪ জনকে তখন ফিরিয়ে আনা যায়নি। তাঁদের মধ্যে ১১ জন ২৫ মাস কারাভোগের পর আজ বুধবার দেশে ফিরে এসেছেন। 

ফিরে আসা ১১ জনের মধ্যে সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইছহাক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার আবদু শুক্কুরের ছেলে। বেলা আড়াইটার দিকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে মা রিদুয়ান বেগম দুই ছেলেকে নিতে আসেন। 

সাইফুল ও ইছহাক জানান, নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় বিজিপি তাঁদের ধরে নিয়ে যায়। 

এই দুই জেলের মতো সম্প্রতি বিভিন্ন সময়ে মিয়ানমার বিজিপি ও নৌবাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষে ১৭৩ জন বাংলাদেশিকে মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশে ফেরত পাঠায়। 

গতকাল মঙ্গলবার তাদের নিয়ে জাহাজটি রাখাইনের সিথুয়ে বন্দর থেকে রওনা দেয়। আজ সকালে বাংলাদেশের জলসীমা থেকে একটি টাগবোটে করে তাঁদের কক্সবাজার পৌঁছানো হয়। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

একই জাহাজে করে মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। 

মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির ও খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর একজন করে রয়েছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ