নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন– জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর ও আকবরশাহ থানা পুলিশ।
সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অভিযানে ৭টি স্থায়ী বসতিসহ ছোটবড় অন্যান্য স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পাহাড় কেটে অবৈধভাবে এসব বসতি ও অন্যান্য স্থাপনা তৈরির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। স্থাপনা তৈরির পর এখানে বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছিল। জনস্বার্থে চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।