হোম > সারা দেশ > কক্সবাজার

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: 

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে পৌঁছেছেন। আজ বেলা সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী তিনটি জাহাজ সেন্ট মার্টিনের জেটি ঘাট ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় দমদমিয়া ঘাটে পৌঁছে জাহাজগুলো। 

এর আগে বেলা আড়াইটার দিকে রাজহংস ও কেয়ারি সিন্দবাদ জাহাজ যথারীতি ছাড়লেও কিছু দূর গিয়ে সাগর উত্তাল থাকায় ফিরে আসে। এতে পর্যটকদের অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন। 

গত রোববার ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে ওই নৌরুটে চলাচলকারী আটটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। 

জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্ট মার্টিনে রাত্রিযাপন করে রোববার সেখান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হাজারো পর্যটক আটকা পড়েছিলেন। তারা গতকাল ফিরতে পারেননি। আজ বিকেলে পর্যটকেরা সবাই নিরাপদে জাহাজের ফিরতি ট্রিপে ফিরেছেন। 

চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে হানিমুনে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে উদ্বেগ–উৎকণ্ঠায় থাকতে হয়েছে।’ অবশেষে পৌঁছাতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন তারা। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ তিনটি যথা সময়ে নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে। তিনটি জাহাজ রাজহংস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যোগে প্রায় তিন শ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। জাহাজের ফিরতি ট্রিপে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন।’ 

 তিনি আরও বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতির জন্য কিছু সময় পরে সেন্ট মার্টিন ছেড়ে আসে জাহাজগুলো।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ