হোম > সারা দেশ > চট্টগ্রাম

লবণখেতে কাজের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরাফাত (১২)। 

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, রাতে বৃষ্টিপাত শুরু হলে লবণ ঢেকে রাখতে গিয়ে বজ্রপাতে দিদারের মৃত্যু হয়েছে। 

প্রায় একই সময়ে রাজাখালীতে লবণ মাঠে আরাফাতের মৃত্যু হয়। সেও বৃষ্টির সময় বজ্রপাতে মারা যায় বলে জানান তিনি। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, রাজাখালী ও মগনামা এলাকা থেকে দুজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, ভোর রাতে লবণ মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন