Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির ৫ বছরের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির ৫ বছরের দণ্ড

চট্টগ্রামের কোতোয়ালিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন–কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল মঞ্জুর (৪০) ও তাঁর স্ত্রী নুর জাহান বেগম (৩৭)। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত এই দম্পতিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এই জরিমানা অনাদায়ে আসামিদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামিদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়েছে।’ ঘটনার সময় আসামিরা গ্রেপ্তারের পর জামিনে গিয়ে পলাতক থাকেন বলে জানান তিনি। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সি দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯ শ ও নুর জাহান বেগমের কাছ থেকে ১ শ ইয়াবা উদ্ধার করা হয়। 

পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর ২০২২ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী