Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মারামারিতে পান বিক্রেতা নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মারামারিতে পান বিক্রেতা নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই পক্ষের মধ্যে মারামারি পর পান বিক্রেতার মৃত্যুর ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার হোটেল মালিক এনামুল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ৮ জুন দিবাগত রাতে পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় একটি ভাত হোটেলের মালিক এনামুল হোসেন ও তাঁর কর্মচারীর সাথে মারামারির পর আলমগীর হোসেন (৫০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়। নিহতের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়। তিনি ঘুরে ঘুরে এলাকায় পান বিক্রি করতেন। 

ওই ঘটনায় নিহত আলমগীরের ভাই মো. সেকান্দার বাদী হয়ে পতেঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

পতেঙ্গা থানা পুলিশ জানায়, তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আলমগীরের সাথে এনামুলের হাতাহাতি হয়েছিল। সেখানে যোগ দেন হোটেল কর্মচারী জহির। এরপর দুজনে মিলে আলমগীরকে মারধর করেন। এক পর্যায়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলমগীর। রাত ৯টার দিকে প্রতিবেশী একজন বাসায় গিয়ে দেখেন আলমগীরের সাড়াশব্দ নেই। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার