পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের প্রায় ১৬ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে এ ঘটনা ঘটে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘সুবার বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি জেনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরশুরাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম দাউদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের তত্ত্বাবধানে এই কর্মসূচি চলে।
টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের সমর্থকেরা হামলা চালান। এতে অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর এবং মজনুর ব্যানার ছিঁড়ে সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে উভয় গ্রুপের ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী মো. হাশেম, মো. শাহীন, মো. ইমন, আইয়ুব হোসেন, রাব্বি, শাহাদাত ও লিমন আহত হন।
গতকাল সন্ধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে সুবার বাজারে দুই গ্রুপ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় এবং দফায় দফায় সংঘর্ষ চলে। এতে সেলিম সরকার গ্রুপের দিদার, আবুল হাশেম, রণি আলামিন, মোবারক, রাজন, সোহেলসহ ৯ নেতা-কর্মী আহত হন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার বলেন, ‘মজনু ভাইয়ের ব্যানারে মধুগ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শান্তিপূর্ণভাবে অর্থ বিতরণ করছিলাম। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের সমর্থিত একটি দল আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালায়। অনুষ্ঠানস্থলে চেয়ার ভাঙচুর, মজনুর ব্যানার ছিঁড়ে ও আমাদের দলীয় কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের সমর্থিত গ্রুপের সদস্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহিন বলেন, ‘মধুগ্রামে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার একজন ছাত্রলীগ নেতাকে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছিলেন। এ সময় ওই ছাত্রলীগ নেতাকে দেখে আমাদের ছেলেরা প্রতিবাদ করে, তবে সেখানে তেমন কিছুই হয়নি। এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে হামলা করে।’
পরশুরাম উপজেলা বিএনপি সদস্য ও মির্জানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, ‘যাদের আমার অনুসারী বলে অভিযোগ করা হচ্ছে, তারা এই হামলার ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। সেখানে মূলত ত্রাণ নিতে আসা লোকজন ত্রাণ না পেয়ে ঝামেলা করেছে। পরে আমার অনুসারীদের মধ্যে বাবুল মেম্বারের দুই ছেলে ও ভাতিজাকে বাজারে আসার পথে বহিরাগতরা পিটিয়েছে।’
এ বিষয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ কয়েকজনকে মীমাংসার করে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছি। মূলত ওয়ার্ডে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক পক্ষকে না জানানোর কারণে মান-অভিমান থেকে এ ঘটনা ঘটেছে।’