হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। হ্রদের পানি কিছুটা কমে আসায় আজ সোমবার সকাল ৮টায় জলকপাটগুলো বন্ধ করা হয়। এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৩৯ ফুট মিন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল। সকাল ১০টায় কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬টায় স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এদিকে জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানায় পিডিবি কর্তৃপক্ষ। এই পাঁচ ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে। 

উল্লেখ্য, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অতিবর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে টানা ১৫ দিন পানি ছাড়ার পর লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেলের নিচে চলে আসায়, অর্থাৎ বিপৎসীমার নিচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। 

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হওয়ায় লেকের পানি বেড়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ফের দ্বিতীয়বারের মতো ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন