হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, ৮ ড্রেজার জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনার কাজে থাকা ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা নৌ-পুলিশসহ বেলা ১১টা থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে আটটি ড্রেজার বালু উত্তোলনের সময় হাতেনাতে জব্দ এবং ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ড্রেজার থেকে গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দ করা ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ