হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শহরের অদূরে মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মনির আলম (৫০)। তিনি ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির বিচরণ রয়েছে। মাঝেমধ্যে হাতি লোকালয়ে চলে আসে। আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানায়। 

এই রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনকর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনরক্ষীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন