লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’