Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানি দিতে দেরি হওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি

পানি দিতে দেরি হওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান। 

বিয়েবাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষের অন্তত ১০ জন আহত। ছবি: আজকের পত্রিকাসবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিয়েবাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষের অন্তত ১০ জন আহত। ছবি: আজকের পত্রিকাচররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’ 

এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ