নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি পয়েন্টে মিয়ানমার অংশে গতকাল শনিবার ব্যাপক গোলাগুলি হয়েছে। সকাল ৮টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এই গোলাগুলির শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা।
পাইনছড়ি গ্রামের একাধিক বাসিন্দা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে কাজে বের হলে সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান। তাঁরা টানা ৭০টি গুলির শব্দ শুনেছেন।
এদিকে সীমান্তের একটি সূত্রে জানা গেছে, দুই দিন ধরে রাখাইনের বলিবাজারের আশপাশে আরাকান আর্মিকে লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা চালাচ্ছে।