কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপের ঘটনার মূল হোতা ইকবাল হোসেনকে আজ দুপুর ১২টা ৫ মিনিটে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ইকবাল হোসেনকে পুলিশ সুপার কার্যালয়ে আনা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির হোসেন।
এর আগে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।