ফেনীর কাজিরবাগে পুকুর থেকে মোবারক হোসেন চৌধুরী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোবারক ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের মৃত নজির আহাম্মদ চৌধুরীর ছেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে স্থানীয় হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি নিজাম উদ্দিন বলেন, ‘প্রাথমিক ভাবে খবর পেয়েছি ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’