চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বন্ধ হলো ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে বর ও কনে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আয়োজন চলছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এই বিয়ে বন্ধ করে দেন।
পীযুষ কুমার চৌধুরী বলেন, দুপুরে একটি কমিউনিটি সেন্টারে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে আগেই বর ও অপ্রাপ্তবয়স্ক কনেকে সরিয়ে নেওয়া হয়।
মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তাঁরা মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন।