ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা আয়েশা বেগমের। কেন্দ্রের পাশে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আজ রোববার লক্ষ্মীপুর-২ আসনের রায়পুর উপজেলার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আয়েশা বেগম উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাখালিয়া এলাকার লালগাজি মিঝি বাড়ির বাসিন্দা।
রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা আয়েশা বেগমের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ তিনি স্বজনদের সঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।’