হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ হাজার লিটার তেল জব্দ, তাৎক্ষণিক ন্যায্যমূল্যে বিক্রি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক দোকানির বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় সেগুলো জব্দ করে নিজেদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রি করে দেন কর্মকর্তারা। সেই সঙ্গে ওই দোকানিসহ দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা। 

আজ শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানদার বাড়ি থেকে ওই তেল জব্দ করা হয়। ৫ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা হলেও এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন। তেলের মালিক কামরুল হাসান স্টোরের স্বত্বাধিকারী কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা আগের কম মূল্যে কেনা সয়াবিন তেল মজুত করেছেন এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫ লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন