ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কুলখানির দিনে কবরে বেড়া দিতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাদেকুর রহমান ভূঁইয়া। চার দিন আগে গত সোমবার দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকচাপায় নিহত হন তাঁর ছেলে শাহাদাৎ হোসেন। পরে তাঁকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী কালু জানান, সাদেকুর রহমান ভূঁইয়া দুই ছেলে এবং এক মেয়ের বাবা ছিলেন। বড় ছেলে সৌদিপ্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন। শাহাদাৎ তাঁর মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বাস করতেন। সম্প্রতি শাহাদাৎকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। কিন্তু এ মোটরসাইকেল কেড়ে নিল ছেলের প্রাণ।