চট্টগ্রাম জেলার হালিশহরের আই ব্লকে নালার ওপর গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ শুক্রবার সকালে ফুটপাত ও নালা দখল করে তৈরি করা বাজারের প্রায় ৫০ থেকে ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান দেখতে সেখানে ভিড় করে শত শত মানুষ। শিশু–কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ জড়ো হয় সেখানে।
চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোর্শেদ আলম চৌধুরী জানান, নালার ওপরে স্থায়ীভাবে মাছ, শাকসবজি, ফলমূলের দোকান উচ্ছেদ করা হয়েছে।
লকডাউনে এত মানুষ জড়ো হওয়া নিয়ে মোর্শেদ আলম বলেন, `এটি কাঁচাবাজার হওয়ায় প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। বাজার করতে অনেকেই এসেছিল। এটি শহরের এক প্রান্তে হওয়ায় আমাদের আসা–যাওয়া কম। এই সুযোগে এখানে তাঁরা এত বড় অবৈধ বাজার তৈরি করেছে।'