হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে আমন ধানের চারার হাট

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) 

কুমিল্লা-মিরপুর সড়কের পাশে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজার। সেখানে প্রতি রোববার ও বৃহস্পতিবার বসে আমন ধানের চারার হাট। এ হাটে চারা কিনতে আসেন আশপাশের বিভিন্ন উপজেলার কৃষকেরাও। 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় শ্রাবণের প্রথম থেকে আমন ধান রোপণ শুরু হয়। তবে এ বছর অধিকাংশ কৃষক আউশ ধান কেটে আমন ধান রোপণ করছেন। এ জন্য কিছুটা দেরিতে শুরু হচ্ছে আমন ধান রোপণ। এদিকে বৃষ্টির কারণে বীজতলার ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেক কৃষক। এসব কৃষদের বড় ভরসা এখন সাহেবাবাদের আমন ধানের চারার হাট। 

সাহেবাবাদ বাজারে ধানের চারা বিক্রি করতে আসা রামনগরের কৃষক হান্নান মিয়া বলেন, ‘আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করেছিলাম। পরে ১৫ শতক জমিতে ধানের চারা করি। আমি ১২০ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। এ ছাড়া ৫ হাজার টাকার চারা বিক্রি করেছি। আরও ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারব।’ 

বাজারে চারা কিনতে আসা ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের কৃষক আজগর আলী বলেন, ‘আমি সাহেবাবাদ বাজারে এসেছি আমন ধানের চারা কিনতে। এ বাজারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ধানের চারা কিনতে আসেন। আমিও প্রতিবছর এই বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যাই।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, ‘বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহসহ সব বিষয়ে কৃষকদের পরামর্শ দিই। আমন ধান রোপণের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ ও সার দিয়েছি।’ 

এই কৃষি কর্মকর্তা আরও বলেন, উপজেলার সাহেবাবাদ বাজারে ধানের চারার জমজমাট হাট বসে। বিভিন্ন উপজেলার কৃষকেরা এ হাট থেকে চারা সংগ্রহ করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ