হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাতুনগঞ্জে ভোজ্যতেলের পাইকারি বাজার বেসামাল

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।

এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।

সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।

সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।

এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন