হোম > সারা দেশ > চাঁদপুর

তথ্যগত ভুলে টিসিবি পণ্যবঞ্চিত ৫ হাজার পরিবার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

শুধু তথ্যগত ভুলভ্রান্তির জটিলতার কারণে টিসিবির স্মার্ট কার্ড পায়নি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার পরিবার। ফলে পবিত্র রমজানে টিসিবির স্বল্প মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে তারা। এর আগে ৫ মার্চ থেকে জেলা সদরে কার্ড ছাড়াই সরাসরি ভোক্তারা টিসিবির পণ্য ক্রয় করার সুযোগ পেলেও এই উপজেলার পৌরসভাসহ প্রায় প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড না থাকায় টিসিবির পণ্য পাচ্ছে না পরিবারগুলো।

জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য ১৭ হাজার ১১৩টি এবং পৌরসভার জন্য ২ হাজার ৭৯২টিসহ মোট ১৯ হাজার ৯০৫টি কার্ডের বিপরীতে পরিবারগুলো সাধারণ কার্ড দিয়ে বিগত সময়ে চাল, ডাল, তেল, চিনিসহ টিসিবি নির্ধারিত পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারত। কিন্তু সরকার টিসিবি পণ্যের জন্য স্মার্ট কার্ড ইস্যু করায় নানা জটিলতায় ৫ হাজার স্মার্ট কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়নি।

জানতে চাইলে ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পৌরসভার ১ হাজার ১৮৬টি পরিবারের তথ্যগত ভুলভ্রান্তি থাকায় তাদের স্মার্ট কার্ড আসেনি। তবে ঈদের আগেই তাদের কার্ডগুলো আমাদের হাতে আসবে। একই সমস্যার কথা জানান বাকি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘যারা এখনো কার্ড পায়নি, তাদের কার্ড প্রক্রিয়াধীন আছে। আমরা প্রিন্টেড কার্ড হাতে পেলেই বঞ্চিত পরিবারের হাতে কার্ড পৌঁছে দেব।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ