হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় গলার গামছা ধরে হ্যাঁচকা টান, নৌকার সমর্থক বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটকেন্দ্রের বাইরে ঈগল প্রতীকের সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে নৌকার সমর্থক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭ নং কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। 

মৃত নোয়াব আলী (৬০) কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে তাঁর ছেলে মো. জুয়েল রানার দাবি। 

জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর তার চাচা মো. সেলিম মাস্টারের (নৌকা সমর্থক) সঙ্গে ভোট নিয়ে কথা বলছিলেন। 

জুয়েল রানা বলেন, ‘এ সময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় প্যাঁচানো গামছা ধরে হ্যাঁচকা টান দিলে তিনি মাটিতে পড়ে যান। তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নোয়াব আলী মারা যান। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মৃত ব্যক্তি হাসপাতালে আছে মর্মে সংবাদ পেয়েছি, ডাক্তার বলেছেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোনো ঘটনায়, তা তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন