হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গলার গামছা ধরে হ্যাঁচকা টান, নৌকার সমর্থক বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটকেন্দ্রের বাইরে ঈগল প্রতীকের সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে নৌকার সমর্থক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭ নং কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। 

মৃত নোয়াব আলী (৬০) কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে তাঁর ছেলে মো. জুয়েল রানার দাবি। 

জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর তার চাচা মো. সেলিম মাস্টারের (নৌকা সমর্থক) সঙ্গে ভোট নিয়ে কথা বলছিলেন। 

জুয়েল রানা বলেন, ‘এ সময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় প্যাঁচানো গামছা ধরে হ্যাঁচকা টান দিলে তিনি মাটিতে পড়ে যান। তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নোয়াব আলী মারা যান। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মৃত ব্যক্তি হাসপাতালে আছে মর্মে সংবাদ পেয়েছি, ডাক্তার বলেছেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোনো ঘটনায়, তা তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ