হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে বাসের চাপায় ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের চাপায় চাঁদনী আক্তার (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর মা পেয়ারা বেগম ও ৪ বছর বয়সী ছেলেও আহত হয়। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁদনী আক্তার ময়নামতি ইউনিয়নের সমেষপুর এলাকার সাহেব আলীর মেয়ে। 

ময়নামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাবেদ হোসেন জানান, চাঁদনী আজ বিকেলে ছেলে ও মাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে রামপাল এলাকায় পৌঁছালে, পেছন থেকে আসা তিশা গোল্ড পরিবহনের একটি বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত সবাই। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁদনি ও তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।’ 

স্বামী আউয়াল হোসেন জানান, পরিবারের কেউ ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে চাঁদনির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের সদস্যেরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ