Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের আলুগোলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের নাজিরপাড়ার আলুগোলা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে।

এ সময় একটি নৌকা নাফ নদীর কিনারায় এসে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন তীরবর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার