প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আঁখি করোনায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত তাহমিনা পারভিন আঁখি দেবিদ্বার উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মৃতের স্বামী দেবিদ্বার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু বলেন, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আঁখি। টানা ১৪ দিন হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজদ, ইউএনও রাকিব হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন প্রমুখ।