হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দেন ছাত্র-জনতা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন নোয়াখালী সুবর্ণচরের চরজব্বর থানায় গিয়ে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সারা দিন চলে এই কার্যক্রম। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, গত ৫ জুলাই থেকে তাঁরা সুবর্ণচরে মিছিল, মানববন্ধন, সভা সমাবেশ করেন। এ সময় চরজব্বর থানার পুলিশ তাঁদের কোনো রকমের অসহযোগিতা করেননি। এই জন্য সুবর্ণচরে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য তাঁরা ধন্যবাদ জানান। 

সারা দেশে পুলিশ কর্মবিরতি দিয়ে থানা ছেড়ে গেলেও চরজব্বর থানার পুলিশদের থানা ছাড়তে দেননি এলাকাবাসী। এলাকাবাসী জানান, সারা দেশে পুলিশ মারমুখী আচরণ করলেও আমাদের পুলিশ জনগণের সঙ্গে থেকে উদাহরণ সৃষ্টি করেছে তাই আমরা তাঁদের কর্মবিরতির মধ্যেও এলাকা ছেড়ে যেতে দিইনি। 

গত মঙ্গলবার ও বুধবার চন্দ্রকলি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, স্থানীয় শিক্ষক, সাংবাদিক ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ প্রসঙ্গে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ ভূইয়া বলেন, সুবর্ণচরবাসী আজ আমাদের ভালোবাসার প্রতিদান দিয়েছে। প্রিয় কিছু মানুষ আজ আমাদের বুক পেতে দিয়ে রক্ষা করেছেন। আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। এই বিপদময় দিনে যারা খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। যত দিন চরজব্বর থানায় থাকব সুবর্বচরবাসীকে ভালোবেসে যাব। এ এক নতুন বাংলাদেশের সূচনা। ভালো থাকুক সবাই।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন