হোম > সারা দেশ > চট্টগ্রাম

মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। 

জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি যাওয়ার সময় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রমের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। 

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পর্যটকেরা খৈয়াছড়া ঝরনা থেকে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি। 

মীরসরাই থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০