বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু মো. তাইসীরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বেঙ্গুরা জব্বার সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
তাইসীরুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. তারেকের ছেলে। তাইসীর নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপ কুমার চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে মৃত অবস্থায় তাইসীর নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।