হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে হ্রদের পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে। আজ শুক্রবার সকালে জেলা শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো রাঙামাটি শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী ও রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এডিশন সাহা। অর্ণব চৌধুরী মাস্টার আর্ট কলোনির বাবুল চৌধুরীর ছেলে। এডিশন সাহা মাঝের বস্তির অমিত সাহার ছেলে। আহতের নাম শিবম দাশ, সে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

প্রত্যক্ষদর্শী মো. কুদ্দুস আলী (২৭) জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণটিলা এলাকার সাইফুল ইসলাম ভুট্টোর করাতকল ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় তিন ছাত্র। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ণব ও এডিশনকে মৃত ঘোষণা করেন। শিবমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা গোসলের জন্য লাইফ জ্যাকেট নিয়েছিল বলে জানান কুদ্দুস।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান বলেন, তিন ছাত্রকে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে আনা হয়। তিনজনের মধ্যে দুজন হাসপাতালে আনার আগে মারা গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ