হোম > সারা দেশ > চট্টগ্রাম

সহকারী শিক্ষিকাকে কিল–ঘুষি মারার ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি 

মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে থানারহাট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে চুলের মুঠি ধরে কিল–ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন সরকার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জানান, গত ৮ অক্টোবর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধান শিক্ষক (আব্দুল মান্নান) আমাকে চুলের মুঠি ধরে কিল–ঘুষি এবং লাথি মারে। যার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আমি এর প্রতিকার চেয়ে চরজব্বার থানায় একটি এজাহার দায়ের করি। ন্যায় বিচার পেতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।’

মোশারফ হোসেন নামে স্কুলের একজন অভিভাবক স্কুলের সুনাম নষ্ট করার জন্য আমরা অভিযুক্ত প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনগত পদক্ষেপ নিতে একটি তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিস ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। বৃহস্পতিবার স্কুল ম্যানেজিং কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি প্রদান করেন।’

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের মোবাইল ফোনের সংযোগ না পাওয়া তার বক্তব্য জানা যায়নি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন ও স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষককে রেজুলেশন করে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন