টানা বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। আজ সোমবার উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ প্রচারণা চালানো হয়। তবে ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে আশ্রয় কেন্দ্রে না গিয়ে অনেকটা অনড় অবস্থানে রয়েছে এসব বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, জঙ্গল সলিমপুর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়েছে। তবে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হলেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের কেউ তা কর্ণপাত করছেন না। সন্ধ্যার মধ্যে তারা সরে না এলে প্রয়োজনে জোর করে তাদের আশ্রয় কেন্দ্রে আনা হবে।
প্রচারণার সময় সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউপি সচিব, সীতাকুণ্ড থানা-পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।