Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কসবায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। 

উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ। 

জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়। 

গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার