ফেনীর সোনাগাজী থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার খাদ্যগুদাম থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কৃষকদের কাছ থেকে ১৩৪ টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। প্রতিদিন কৃষকদের কাছে থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান কেনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঈন উদ্দিন।
সেই সঙ্গে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মঞ্জুর আহমেদ, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শফি উদ্দিন আহমেদসহ ধান বিক্রি করতে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন।