কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরফানুল হক রিফাত ২০২২ সালে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। একই সঙ্গে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল হক রিফাত দীর্ঘদিন ধরে ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত সোমবার তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
তাঁর স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দেশের একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি ছাত্রলীগ দিয়ে শুরু করে আওয়ামী লীগের কুমিল্লার রাজনীতির সঙ্গে মৃত্যুর আগপর্যন্ত ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন।