প্রায় পাঁচ ঘণ্টা পর ভারতের আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল হওয়ায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে পড়ে। আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সার্ভার ডাউনের বিষয়টি নিশ্চিত করে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, ভারতের আগরতলা সার্ভার সচল হওয়ার পর থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে সার্ভার ডাউন থাকা অবস্থায় শুধু বিমানের টিকিটধারী যাত্রীদের ইমিগ্রেশন করে আগরতলায় যাওয়ার অনুমতি দেওয়া হয়।