Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ চাপায় প্রাণ হারালেন অন্তর মিয়া (১৯) ও রবিউল ইসলাম (২০) নামে দুজন। আজ বুধবার রাতে উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে ও রবিউল কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে। এই ঘটনায় আনন্দ (২০) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার রাতে মোটরসাইকেলে করে অন্তর মিয়া, রবিউল ইসলাম ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তাঁদের মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তর ও রবিউল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, দুর্ঘটনায় আহত আরেক মোটরসাইকেল আরোহীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার