হোম > সারা দেশ > কক্সবাজার

বিয়ের পিঁড়িতে বসা হলো না টেকনাফের শিফার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় ক্ষুধার্ত বন্য হাতির আক্রমণে শিফা নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণের সঙ্গে তাঁর বিবাহের দিন ধার্য ছিল। কিন্তু আর ঘর বাধা হলো না শিফার। 

গত বুধবার দিবাগত রাতের আঁধারে বাহার ছড়া ইউনিয়নের শীলছড়ি পাহাড়ি এলাকায় কয়েকটি হাতি হানা দেয়। 

নিহত শিফা (১৮) স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে ও বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গত ৫ বছর আগে শিফার বাবা মারা যান। এদিকে তাঁর মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে দিনাতিপাত করছে। মানসিক ভারসাম্যহীন মা ও মেহেদী নামের এক ছোট ভাই নিয়ে ওই বাড়িতে থাকতেন শিফা। 

স্থানীয় ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে পাহাড় থেকে একদল হাতির পাল খাদ্যের সন্ধানে নেমে আসে। এ পালের একটি হাতি বাড়ি ভেঙে ঢুকে ঘুমন্ত তরুণী হাতির পদতলে পড়ে এবং শুঁড় দিয়ে ছুড়ে মারায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

স্থানীরা জানান, হাতির আক্রমণের সময় বাড়িতে ওই তরুণীর ছোট মেহেদীসহ মানসিক ভারসাম্যহীন মা বাড়ির এক কোনে লুকিয়ে ছিলেন। পরে শিফাকে আক্রমণ করে। পরে পার্শ্ববর্তী বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে। লোকজন উত্তেজিত না করলে চুপিসারে বনে ফিরে যায়। রাতে লোকালয়ে আসা হাতির আক্রমণে তরুণীর মৃত্যু হয়। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫